এ বছর এক ঝাঁক নতুন শিল্পী কাজ করেছেন বলিউডে। এর মধ্যে এগিয়ে আছেন মাহিরা খান। বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে এ বছর বলিউডে তার অভিষেক হয়েছে 'রইস' ছবিতে। তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। পাকিস্তানি এই তারকা অবশ্য রাজনৈতিক ঝামেলার কারণে ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি।
মেহরিন পিরজাদা
এ বছর বলিউডের আরেক খান ইরফানের হাত ধরে বলিউড অভিষেক হয়েছে আরেক পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের। 'হিন্দি মিডিয়াম' ছবিটি বেশ আলোচিতও হয়েছিল।মুন্না মাইকেল' ছবিটি ভালো না করলেও প্রশংসিত হয়েছেন নিধি আগরয়াল। সেরা নবাগতা হিসেবে এবারের জি সিনে অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
মোস্তফা
আনুশকা শর্মার 'ফিল্লোরী' ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন দক্ষিণী ছবির নায়িকা মেহরিন পিরজাদা। এ ছবির আরেক নতুন অভিনেতা সুরুজ শর্মাও ভালো অভিনয় করেছেন। 'মেশিন' ছবি বক্স অফিসে ব্যর্থ হলেও প্রথম ছবিতে ভালোই অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা আব্বাস বার্মাওয়ালার ছেলে মোস্তফা।
অন্যা সিং
‘কয়েদি ব্যান্ড’ ছবিটিও সফলতার মুখ দেখেনি। ছবিটি মাধ্যমে এ বছর বলিউডে অভিষেক হয়েছে কাপুর পরিবারের সদস্য আদর জৈনের। ছবির অন্যতম অভিনেত্রী অন্যা সিংও আছেন আলোচনায়। এ ছবির মাধ্যমেও তারও বলিউড অভিষেক হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা