অনস্ক্রিন চুম্বনে সম্মতি নেই বলে জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। রজত শর্মা সঞ্চালিত আপ কি আদালত অনুষ্ঠানে বলিউডের ভাইজানের কাছে জনতার প্রশ্ন ছিল, 'কেন বড় পর্দায় চুম্বনের দৃশ্যে আপনাকে দেখা যায় না?' এই প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না করেই চুলবুল পাণ্ডে জানিয়েছেন, 'এখনও এমন কোনো স্ক্রিপ্ট পাইনি, যেখানে মনে হয়েছে চুম্বন দৃশ্য না হলেই নয়।'
সুপারস্টার হতে গেলে অনস্ক্রিন চুম্বনের প্রয়োজন হয় না বলেও জানিয়েছেন সালমান খান।
যদিও অনস্ক্রিন চুম্বন দৃশ্যগুলোর মধ্যে তিনি সবার আগে রেখেছেন তার এবং অভিনেত্রী ভাগ্যশ্রী অভিনীত 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির চুম্বন দৃশ্যকেই। আদতে অভিনেতা এবং অভিনেত্রী, কেউই ঠোঁটে ঠোঁট দিয়ে ব্যারিকেড গড়েননি। চুম্বনের দৃশ্য দেখাতে ব্যবহৃত হয়েছিল কাচের গ্লাস। সালমান মনে করেন এখনও পর্যন্ত ওই দৃশ্য ইতিহাস সৃষ্টিকারী একটা রোম্যান্টিক দৃশ্য।
আপ কি আদালত অনুষ্ঠানে সালমান মুখ খোলেন 'তোয়ালে ডান্স' নিয়েও। সঞ্চালক শর্মার প্রশ্নের উত্তরে সালমান বলেন, লন্ডনের একটি ব্যান্ডের পারফর্ম্যান্সে তোয়ালে ডান্স দেখেই বলিউডে তিনি সেটা নিয়ে আসেন। এদিন নিজের বিয়ের প্রশ্নেও সোজাসাপটা জবাব দেন বলিউডের 'বেস্ট ব্যাচলর'। বিয়ে কবে করছেন? নিজের বিয়ের প্রশ্নেও সোজাসাপটা জবাব দেন বলিউডের 'বেস্ট ব্যাচলর'। বিয়ে কবে করছেন? এমন প্রশ্নে সালমান খানের উত্তর, 'একটা সময় মনে হয়েছিল এবার হয়ে (বিয়ে) যাবে হয়ত, হয়নি বেঁচে গেছি।'
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম