ব্রিটিশ রাজকুমারী মিশেল কৃষ্ণাঙ্গ মুরের আদলে তৈরি ব্রোচ পরার জন্য ক্ষমা চেয়েছেন। বড়দিন উপলক্ষ্যে তিনি রাণী এলিজাবেথের ভোজসভায় ওই ব্রোচ পরেছিলেন। বুধবার বাকিংহাম রাজপ্রাসাদে আয়োজিত সেই অনুষ্ঠানে রাজপুত্র উইলিয়াম, তার স্ত্রী কেট, রাজপুত্র হ্যারি, তার বাগদত্তা মেগান মের্কেলও অংশ নিয়েছিলেন।
কোর্টের ওপর ওই ব্রোচটি পরেছিলেন কেন্টের রাজকুমারী মিশেল। যার ছবি ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে সমালোচনা শুরু করেন। অনলাইনে ওই ব্রোচকে 'বর্ণবাদী অলঙ্কার' বলে আখ্যা দেয়া হয়। সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা