মেয়ে আরাধ্যাকে নিয়ে বরাবরই সংরক্ষণশীল জুনিয়র বচ্চন। মেয়েকে নিয়ে কেউ কিছু বললে, মোটেই তাকে ছেড়ে দেন না তিনি। তবে, লোকে নানারকম কথা বলবে বলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রিয়তমা পত্নী ঐশ্বরিয়া রায় কিংবা মেয়ে আরাধ্যার ছবি পোস্ট করতেও ছাড়েন না। তাই, অভিষেক বচ্চনের ইনস্টাগ্রাম কিংবা ট্যুইটার জুড়ে রয়েছে পরিবারের সঙ্গে প্রচুর বিশেষ মুহূর্তের ছবি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। দেখুন অভিনেতার পোস্ট করা সেই ছবি।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বলিউড নায়িকা ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন জুনিয়র বচ্চন। ২০১১ সালে ১৬ নভেম্বর কন্যাসন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/হিমেল