পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের হাত ধরে। ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। তখন তিনি প্রথমবারের মতো খবরের শিরোনামে চলে আসেন।
তবে এখানেই শেষ নয়। পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী মাহিরা খান কিছুদিন আগেই ফের শিরোনামে উঠে আসেন। কিছুদিন আগেই বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিদেশে একান্তে সময় কাটাতে দেখা যায় মাহিরা খানকে।
গত ২১ ডিসেম্বর জন্মদিন ছিল মাহিরার। ৩৩ বছরে পা দিলেন তিনি। মাহিরা খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওটিতেই দেখা যাচ্ছে ছেলে আজলানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন মাহিরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর