চিকিৎসকের পরামর্শে ওয়ারফেজ ব্যান্ড ছেড়েছেন গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। সম্প্রতি ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি ব্যান্ড ছাড়ার এ ঘোষণা দেন।
ফেসবুকে কমল লিখেছেন, আশির দশকের মাঝামাঝি থেকে আমি মঞ্চে ও রেকডিংয়ে আছি। হেভি মেটাল বাজানোর জন্য প্রচুর শারিরীক ফিটনেস দরকার হয়। হেভি মেটাল বাজাতে গিয়ে ২০১০ সালে ইনজুরিতে আক্রান্ত হই যে অবস্থা এখনো আছে। চিকিৎসকের পরামর্শ, আমার বিশ্রাম নেয়া উচিত। তাই মঞ্চও ছাড়তে হবে।
তিনি আরও লিখেছেন, মঞ্চে পারফর্ম করার অনুরোধ আর রাখতে পারবো না। এতগুলো বছর ধরে সমর্থন করার জন্য ধন্যবাদ। ওয়ারফেজে আমার শূণ্যস্থান পূরণ করবে সামির হাফিজ। তাকে আমিই বেছে নিয়েছি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা