প্রথম জন্মবার্ষিকীতে অনেক উপহার পেয়েছে বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খানের সন্তান তৈমুর। নবাব পরিবারের এই ক্ষুদে সদস্য জন্মদিনে একটি জঙ্গলও পেয়েছে। জঙ্গলের নাম রাখা হয়েছে 'তৈমুর আলী খান পাতৌদি ফরেস্ট'।
মুম্বাই সংলগ্ন সোনাভে এলাকার ওই জঙ্গল তৈমুরকে উপহার হিসেবে দিয়েছেন তার মা কারিনা। এক হাজার বর্গফুট এলাকার এই জঙ্গলে প্রায় ১০০টি চারাগাছ রয়েছে। তার মধ্যে ৪০টি কলা, পাঁচটি আতা, দু’টি লেবুসহ বহু ফলের গাছ রয়েছে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা