বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সশরীরে গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দিল্লিতে আয়োজিত বৃহস্পতিবারের সেই অনুষ্ঠানে হাজিরও হয়েছেন মোদি। নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন। হাতে তুলে দিয়েছেন উপহারও।
কী সেই উপহার? দুইটি লাল গোলাপ। নিজ হাতে বিরাট-আনুশকাকে উপহার তুলে দিয়েছেন মোদি। তাদের সঙ্গে কিছুক্ষণ ধরে আলাপচারিতায়ও মেতেছিলেন। পরে বিরুশকা জুটির সঙ্গে ছবিও তুলেন মোদি।
গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরুশকা। বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে লাল রঙের বেনারশি শাড়ি পরেন আনুশকা। হাতে চুড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। বিরাট পরেছিলেন কালো সিল্কের জামা আর শাল।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা