ইতালিতে বিয়ে সেরে ভারতে ফিরেছেন বিরাট কোহালি ও আনুশকা শর্মা দম্পতি। বিদেশের মাটিতে এই সেলিব্রিটি কাপলের বিয়ে ভাল ভাবে নেয়নি বিজেপি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে এরই মধ্যে দেশদ্রোহীর 'খেতাব' দেওয়া হয়েছে।
এদিকে, পুরো ভারত জুড়ে যখন তাদের বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে ঠিক তখন এই তারকা দম্পত্তির বিয়ে নিয়ে মজায় মেতেছে পাকিস্তান!
১৯ ডিসেম্বর হনিমুন পর্ব শেষ করে দেশে ফিরে এসেছেন কোহলি ও আনুশকা। দেশে ফেরার পরে নব দম্পতির একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিরাটের বাড়িতে আনুশকা ননদ ভাবনার সঙ্গে গল্পে মশগুল। সেখানে উপস্থিত রয়েছেন কোহলিও। তিনিও রসিকতা করছেন।
সেই ছবি অবশ্য ‘অক্ষত’ থেকে গেছে। সেখানে ফোটোশপের কোনো কারুকার্য করা হয়নি। তবে ফিনল্যান্ডে এই নবদম্পত্তির হনিমুনের একটি ছবি নিয়ে ফোটোশপ করেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। নিমেষেই বরফে ঢাকা ফিনল্যান্ড হয়ে গেছে পাকিস্তান! করাচি, লাহোর, ইসলামাবাদের বিখ্যাত সব মনুমেন্টের ব্যাকড্রপে কোহলি ও অনুশকার ছবি জুড়ে দেওয়া হয়েছে ফোটোশপের মাধ্যমে।
পাকিস্তানের স্থানীয় কয়েকটি ফলের রসের দোকানের সামনেও এই তারকা জুটিকে দেখা গেছে! সবটাই ফোটোশপের জাদুতে।
উল্লেখ্য, ইতালির তাস্কানিকে স্বপ্নের বিয়ে সেরে বিরাট কোহালি ও আনুশকা শর্মা দম্পতি হানিমুনে করেছেন ফিনল্যান্ডে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ