অভিনয়ের জোরেই সিনেমায় নাম তৈরি করেছেন। কিছুদিন আগেই ইরফান খানের সঙ্গে 'করিব করিব সিঙ্গল'-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। জাঁদরেল অভিনেতার পাশেও নজর কেড়েছিলেন অভিনেত্রী পার্বতী। সেই পার্বতীকেও লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে ধর্ষণের হুমকিও।
অপরাধ তার একটিই। সুপারস্টার মামুত্তির সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি। এতেই মামুত্তি-ভক্তদের রোষের পাত্রী হতে হয়েছে পাবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভাষায় অভিনেত্রীকে তুলোধোনা তো করাই হচ্ছে, খুন-ধর্ষণের হুমকিও বাদ যাচ্ছে না।
সম্প্রতি কেরলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পার্বতী। সেখানে তিনি বলে বসেন, এক সুপারস্টারের ছবির একটি দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তাতে নারীদের সম্পর্কে অতি নিম্নস্তরের সংলাপ বলা হয়েছিল। প্রথমে সিনেমার নাম বলতে চাইছিলেন না পার্বতী। সহ-অভিনেত্রী গীতু মোহনদাসের অনুরোধে তিনি মামুত্তির ছবি 'কাসাবা'র নাম নেন। যাতে পুলিশ অফিসারের ভূমিকায় থাকা মামুত্তিকে এক নারী সহকর্মীকে বলতে শোনা যায়, এমনভাবে তার সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হবেন যে ওই নারী আর স্বভাবিক না থাকে।
এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছিলেন পাবর্তী। যার খেসারত তাকে এখনও দিতে হচ্ছে। সমালোচনার মুখে পার্বতী এও জানিয়েছিলেন যে কারও ব্যক্তিগত ভাবাবেগে আঘাত করার উদ্দেশ নিয়ে তিনি কোনও কথা বলেননি। সিনেমায় নারীদের অবমাননা নিয়ে সরব হয়েছেন মাত্র।
সিনেমা সমাজকে ভীষণভাবে প্রভাবিত করে। ফলে সেখানে একটু দায়িত্বশীল সংলাপ হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী। তেমনটাই জানাতে চেয়েছিলেন বলে জানান তিনি। কিন্তু মামুত্তি-ভক্তরা নায়িকার এ যুক্তি মানতে নারাজ। তারা একের পর এক হুমকি দিয়েই চলেছেন। তবে এ বিতর্কে অনেকে আবার নায়িকার পাশেও দাঁড়িয়েছেন। তারা আবার মামুত্তিকে একহাত নিয়েছেন গোটা বিতর্কে এখনও পর্যন্ত মুখ না খোলায়।
তাদের কথায়, সুপারস্টারের এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেই বিবাদ মিটে যায়। কিন্তু কেন তিনি তা করছেন না? তা জানতে চেয়েছেন নেটিজেনদের একাংশ।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/আরাফাত