'বাহুবলী'র পর প্রভাস ও আনুশকা শেঠির দুজন দুই ছবি নিয়ে ব্যস্ত। প্রভাসের 'সাহো' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছর। 'দেবসেনা' খ্যাত আনুশকার 'ভাগমতী' ছবিটি আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে।
আনুশকার জন্মদিন ৭ নভেম্বর ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়েছিল। প্রভাস নিজের ফেসবুক পেজে তা শেয়ারও করেছিলেন।
বুধবার ছাড়া হয়েছে ছবির টিজার। ৩৬ সেকেন্ডের সেই টিজার নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে প্রভাস লিখেছেন, সেই প্রথম নিজের সব ছবিতে নতুন কিছু করার চেষ্টা করে। সুইটি (আনুশকার আসল নাম) এবং ইউভি ক্রিয়েশনের পুরো টিমকে শুভকামনা।
জি অশোক পরিচালিত 'ভাগমতী' ছবিটি আগামী ২৬ জানুয়ারি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা