এ বছর অস্কারের জন্য ভারতে 'নিউটন' ছবিটিকে মনোনয়ন দেয়া হয়েছিল। রাজকুমার রাও অভিনীত এ ছবিটি ভারতে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু অস্কারে সেরা পাঁচেও জায়গা করে নিতে পারেনি ছবিটি।
বলিউডের স্বনামধন্য অভিনেতা নাসিরউদ্দিন শাহ এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ইরানি ছবি থেকে নকল করা হয়েছে 'নিউটন'-এর চিত্রনাট্য। সে কারণেই অস্কারের বিচারকরা এ ছবিকে খারিজ করে দিয়েছেন।
অস্কারের চূড়ান্ত পর্বে গিয়েও ফিরে আসতে হয়েছিল আমির খানের 'লগান'কে। তারপর আর তেমন কোনও সিনেমার ভাগ্যে শিঁকে ছেড়েনি। 'সালাম বম্বে', 'গাইড' এর মতো সিনেমাও ধোপে টেকেনি অস্কারে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা