ভারতের জনপ্রিয় সিনেমা পুরস্কার জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান।মঙ্গলবার মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে তামিল নির্মাতা অশ্বিনী তিওয়ারির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলীর 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। সেরা অভিনেত্রীর পুরস্কার ছাড়াও সিনেমা শ্রেষ্ঠ সিনেমার পুরস্কারটিও অর্জন করেছে 'বিসর্জন'।
এদিকে পুরস্কার প্রাপ্তির পর বিভিন্ন গণমাধ্যমে নিজের উচ্ছ্বসতা প্রকাশ করেন জয়া আহসান। তিনি পুরস্কারের জন্য পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং সেই সঙ্গে সিনেমার পুরো টিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর