সঙ্গীতা বিজলানি। সাবেক এই বলিউড অভিনেত্রী সালমান খানের প্রথম প্রেমিকা ছিলেন। প্রায় দুই যুগ আগে সঙ্গীতা বিজলানিকে কার্যত সালমান খানের কাছ থেকে ‘হাইজ্যাক’ করে বিয়ে করেছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আজাহারউদ্দিন। এরপর থেকে বলিউডের সুপারস্টার নায়কের সঙ্গে তারকা ক্রিকেটারের সম্পর্ক তলানিতে পড়ে যায়। ভারতীয় গণমাধ্যমে খবর, বলিউড মহলে এখনও কান পাতলে শোনা যায়, সালমান নাকি আজাহারউদ্দিনকে মুম্বাই এলে ‘দেখে নেওয়া’র হুমকিও দিয়েছিলেন।
সম্প্রতি আবারও খবরের শিরোনামে সালমান ও আজহারউদ্দিন। আবারও সেই প্রেমিকা নিয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি শারজায় টি-টেন ক্রিকেট লিগ কাছাকাছি এনে দিয়েছে আজহারউদ্দিন এবং সালমানের প্রেমিকা লুলিয়া ভান্তুরকে। সালমানের ভাই সোহেল খানের দল মারাঠা অ্যারাবিয়ান্স টি-টেন লিগে খেলেছে। সোহেলের দলকে সমর্থন করতেই হাজির ছিলেন লুলিয়া। সেখানেই আজাহারউদ্দিনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাঁকে। মিডিয়ায় খবর, ম্যাচের পরে সোহেল-আজাহার-লুলিয়াকে পার্টিতে বেশ এনজয় করতে দেখা গেছে। এরপর থেকেই আজহারউদ্দিনের কাছে আবারও সালমান প্রেমিকা হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে সালমান ভক্তরা।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব