শিরোনাম দেখে হতবাক হবেন না। বরং এটাকে ধরে নি বলিউডের ম্যাজিক। তার চেয়ে বলা ভাল আমির লজানের ম্যাজিক। যে ম্যাজিকে যুদ্ধ পরিস্থিতির কথা ভুলে গিয়ে বলিউডের গানেই চীনের রাজপথে নেচে বেড়াচ্ছেন চীনের মানুষ।
এই ভিডিওই এখন ভাইরাল ইন্টারনেট দুনিয়া। যেখানে দেখা যাচ্ছে আমিরের দঙ্গল ছবির একটি গানে রীতিমতো বলিউডি স্টাইলে নেচে বেড়াচ্ছেন চীনা ভক্তরা। আমিরের ‘দঙ্গল’ চীনে ইতিমধ্যেই দঙ্গল ব্যবসা করে ফেলেছে ২.৫ কোটি টাকা। ভারতে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ছিল ২০০ কোটি। সারা বিশ্ব জুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। আর সব মিলিয়ে নতুন হিসেব বলছে সব রেকর্ড ভেঙে দিয়ে এ মুহূর্তে ভারতের এই প্রথম ছবি যা জায়গা করে নিল ২০০০ কোটির ক্লাবে।
তবে শুধু বক্স অফিসে রেকর্ড নয়, চীনের ফিল্ম সমালোচক ও দর্শকেরাও বেশ প্রশংসা করেছেন এই ছবির। এমনকি চীনা সিনে পরিচালকরা এই ছবির রিমেক তৈরি করার কথাও ভাবছেন। এর থেকেই ফের প্রমাণিত সিনেমা, সঙ্গীত, শিল্প সীমান্ত, কাঁটাতার ও যুদ্ধের উর্ধ্বে।
বিডি-প্রতিদিন/ ৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫