আমির খানের 'দঙ্গল' ঘিরে সারা বছর গুঞ্জন ছিল। মুক্তির পরও গুঞ্জন চলছে, উত্তরোত্তর বাড়ছে। উঠে আসছে নিত্য নতুন বিতর্ক। এবার নতুন আইনী জটিলতায় পড়তে হয়েছে দঙ্গলকে।
একদিকে বক্স-অফিস কালেকশন ক্রমশই জোরদার হচ্ছে দঙ্গলের, অন্যদিকে নতুন নতুন ঝামেলায়ও জড়াচ্ছে ছবিটি। ইতিমধ্যেই গীতা ফোগাতের রিয়েল লাইফের কোচ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে, কারণ তার মতে, ছবিতে তার চরিত্রটিকে অপমান করা হয়েছে বলে মনে হয়েছে তার। এর ঠিক পরেই আবার শোনা যাচ্ছে, জাতীয় সংগীতের অবমাননার জন্য এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে এক আইনজীবী আইনি পদক্ষেপ নিতে চলেছেন।
কারণ হিসেবে জানানো হয়েছে, জাতীয় সংগীত প্রথমে ধীরে শোনা যায়, ধীরে ধীরে তা জোরে হতে থাকে, আর বিষয়টি সুপ্রীম কোর্টের গাইডলাইনের বিরোধী। এর পাশাপাশি জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। সিবিএফসি এই বিষয়ে কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, তিনি কোর্টে পিটিশন ফাইল করবেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ