অদিতি রাও হায়দারির পরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জুড়ে যায় বলিউডের আলোচিত গায়ক-নায়ক ফারহান আখতারের। শ্রদ্ধার সঙ্গে করা 'রক অন টু' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তাদের সম্পর্কে তা প্রভাব ফেলেনি। প্রেমের সম্পর্ক উড়িয়ে দিয়ে শ্রদ্ধা-ফারহান নিজেদের বন্ধু পরিচয় দিলেও অন্য খবর দিচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
দেশটির প্রথমসারির কয়েকটি সংবাদমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশ করেছে, এক সপ্তাহ আগে ফারহানের ফ্ল্যাটেই নিজের ঘরকন্যা সাজাতে শুরু করেন শ্রদ্ধা। যেটা একদমই মেনে নিতে পারেননি নায়িকার বাবা শক্তি কাপুর। কারণ ১৫ বছর সংসারের পর অধুনার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেও এখনো আইনগত ঝামেলা দূর হয়নি। আলাদা থাকলেও কাগজে কলমে ফারহান-অধুনা এখনো স্বামী-স্ত্রী। আর ফারহানের দুইটা সন্তানও আছে অধুনার সঙ্গে।
ফারহানের সঙ্গে লিভ-ইন সম্পর্কে শ্রদ্ধার জড়িয়ে পড়ার খবর শুনে আর নিজেকে সামলাতে পারেননি শক্তি কাপুর। বোনের স্বামীকে নিয়ে হাজির হন ফারহানের ফ্ল্যাটে। সেখান থেকে একরকম বলতে গেলে মেয়ে শ্রদ্ধাকে টেনে-হিঁচড়ে বাসায় নিয়ে আসেন তিনি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা