কাদের খান তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র প্রেমীদের আনন্দ দিলেও এখন বার্ধক্য কাটছে একাকীত্ব ও অবহেলার যন্ত্রণায়। কৌতুকাভিনেতা হিসেবে সর্বাধিক জনপ্রিয়তা অর্জনকারী বিখ্যাত এই অভিনেতার স্ত্রী আজরা খান, এবং তিন পুত্র সরফরাজ, শেহনাওয়াজ, এবং কুদ্দুস বহাল তবিয়তে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ নেই কাদেরের।
জানা গেছে, পরিবারের লোকেরা কাদেরের কোনো খোঁজ খবর নেন না। যোগাযোগও রাখেন না। বৃদ্ধ এবং অসুস্থ কাদেরকে সম্পূর্ণ ভাবে পরিচারকদের উপর নির্ভরশীল জীবন কাটাতে হচ্ছে। হারিয়েছেন হাঁটা চলার ক্ষমতা। সারাক্ষণ হুইল চেয়ারে বসেই এখন দুর্বিষহ দিন কাটে কাদেরের।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বলিউডে অভিনয় অনেক দিনই বন্ধ করে দিয়েছেন কাদের। ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো কাদের অভিনীত শেষ ছবি ‘হো গেয়া দিমাগ কি দহি’।
ছবিটির নির্মাতা ফৌজিয়া আর্শি একটি সাক্ষাৎকারে কাদেরের এই করুণ অবস্থার কথা জানিয়ে বলেন, এত বড় মাপের একজন অভিনেতাকে এতখানি অবহেলার মধ্যে নিজের বার্ধক্য কাটাতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের। চারবার জিতেছেন ফিল্ম ফেয়ার পুরস্কার।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/সালাহ উদ্দীন