দুই বছরের বেশি সময় পর বলিউডে ফিরছেন আলোচিত অভিনেতা গোবিন্দ। কমেডি-অ্যাকশন নির্ভর তার নতুন ছবির নাম 'আ গায়া হিরো'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি। গোবিন্দ অভিনীত শেষ ছবিটির নাম 'হ্যাপি এন্ডিং'। ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
কিন্তু দুই বছরের বেশি সময়জুড়ে আর কোনো ছবি পায়নি গোবিন্দ ভক্তরা। এর মধ্যে 'হেই ব্রো' নামের একটি ছবিতে অতিথি চরিত্রে দেখা দিলেও তা ছিল খুবই অল্প সময়ের জন্য। এবার দীর্ঘ সময় পর অপেক্ষার পালা শেষ হচ্ছে। 'আ গায়া হিরো' ছবির ট্রেলার এরইমধ্যে মুক্তি পেয়েছে। বুধবার রাতে প্রকাশ করা হয় ছবির প্রথম প্রোমোশনাল ভিডিও।
'আ গায়া হিরো' ছবিতে গোবিন্দের বিপরীতে অভিনয় করছেন সাবেক বিশ্বসুন্দরী রিচা শর্মা। দীপঙ্কর সেনাপতি পরিচালিত ছবির প্রযোজনা করেছেন গোবিন্দ নিজেই। ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এতে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, মুরালি শর্মা ও হারিশ কুমার।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা