চলতি বছর শোবিজ অঙ্গনের আলোচিত খবরের মধ্যে অন্যতম আরবাজ খান ও মালাইকা আরোরার বিচ্ছেদ। প্রকাশ্যে মালাইকা ডিভোর্সের কথা জানালেও বিষয়টা এখন আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তির জন্য বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টের দারস্থ হয়েছেন তারা। নতুন খবর হলো ডির্ভোসের বিষয়টা নিষ্পত্তির জন্য আরবাজের কাছে ১০-১৫ কোটি রুপি দাবি করেছেন মালাইকা।
সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফের খবর, মোটা অংকের এই অর্থ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরও মালাইকার কমপক্ষে ১০ কোটি রুপি চাই। এর কমে তিনি কোনোভাবেই বিষয়টা মীমাংসা করবেন না। যদিও সূত্র জানিয়েছে, এই অর্থও নাকি দিতে রাজি হয়েছেন আরবাজ খান।
প্রসঙ্গত, ১৮ বছর আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় মালাইকা ও আরবাজ খানের। পরে তারা বিবাহ বন্ধনে আবন্ধ হন। ২০০২ সালে এই দম্পতির ঘরে আসে তাদের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ছেলে মালাইকার সঙ্গেই থাকছেন।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব