জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস এবার গান গাইলেন। বাংলাদেশ বেতারের একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে বেশ কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এগুলো হলো 'মেঘ বলেছে যাবো যাবো', 'আনন্দধারা বহিছে ভুবনে', 'ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়'।
সোমবার ওই অনুষ্ঠানে নিজের অভিনীত চলচ্চিত্রের গান গেয়েও সবাইকে মুগ্ধ করে দিয়েছেন অরুণা। জানিয়েছেন, বাবা অমলেন্দু বিশ্বাসের কাছে ছোটবেলা থেকেই গান শিখতেন। ওস্তাদ জগদানন্দ বড়ুয়া, মৃন্ময় দাশগুপ্তের কাছে গান শিখেছেন। শুধু গানই নয়, নাচেই পারদর্শী নায়িকা। ছোটবেলায় নাচ এবং গানে পুরস্কারও পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা