বহুদিন ধরেই একটি গুজব শোনা গিয়েছিল যে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ অংশগ্রহণ করা প্রতিযোগীরা যা বলেন, যা করেন তা পুরোটাই একটি চিত্রনাট্যের অংশ। অর্থাৎ ঝগড়া-মারামারি থেকে শুরু একের বিরুদ্ধে অন্যের ষড়যন্ত্র, যাই ঘটে ‘বিগ বস’ এর বাড়িতে তা সবটাই আগে থেকেই শিখিয়ে-পড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, কোন প্রতিযোগী কখন শো থেকে বাদ যাবেন, সেটাও নাকি আগে থেকে ঠিক করা থাকে।
আর এই গুজবে ইন্ধন জুগিয়েছেন ‘বিগ বস’ থেকে বেরিয়ে আসা প্রতিযোগীরা। তারা অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে, এই রিয়্যালিটি শোটি স্ক্রিপ্টেড। কিন্তু ‘বিগ বস’ এর পক্ষ থেকে বার বারই সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তবে বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের প্রতি মুহূর্তের চালচলনে ঠিক কীভাবে নজর রাখা হয়, তা জানা গেল সদ্য লিক হওয়া ‘বিগ বস’-এর কন্ট্রোল রুমের একটি ভিডিওটি থেকে। সম্প্রতি ইন্টারনেটে লিক হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ‘বিগ বস’-এর বাড়ির ক্যামেরার ফুটেজ প্রতি মুহূর্তে ট্র্যাক করা হয়। প্রতিযোগীরা কোথায় কার সঙ্গে কী কী করছেন, কী কী বলছেন তার ট্র্যাকিং চলে সর্বক্ষণ। তার উপর ভিত্তি করেই সন্ধ্যার ১ ঘণ্টার টেলিকাস্ট ভিডিওটি তৈরি হয়। অর্থাৎ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটেজগুলি নিয়ে তৈরি হয় এপিসোড।
ঠিক কীভাবে কাজ হয় বিগ বসের কন্ট্রোল রুমে তার একটা ধারণা পাওয়া যাবে নিচের ভিডিওটি দেখে—
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭