বলিউডের মেধাবি অভিনেত্রী কঙ্গনা রানাউতের পেছনে যেন বিতর্ক লেগেই আছে। অনেক বেশি সোজাসাপ্টা কথা বলেন তিনি। এ কারণেই বলিউডের অনেকের শত্রু এখন তিনি। করণ জোহরের আলোচিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’ এ কঙ্গনাকে দেখতে চান দর্শকরা। কিন্তু জানা গেছে, কঙ্গনা তার নতুন ছবি নিয়ে ব্যস্ত থাকার কারণে‘কফি উইথ করণ’ এ অংশ নিতে পারবেন না।
করণের এই শোতে বলিউডের সব বিখ্যাত তারকারা ইতোমধ্যেই অংশ নিয়েছেন। কিন্তু কঙ্গনা সেখানে না যেতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। এ প্রসঙ্গে কঙ্গনা জানিয়েছেন, ‘আমি এখন কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি। তাই নিজেও জানি না আমি আসতে পারব কি না। আর আসলে আমি কখনও ‘কফি উইথ করণ’ দেখিনি। তাই জানি না এই অনুষ্ঠানে আসার মাপকাঠি কেমন!’
উল্লেখ্য কঙ্গনা কিছুটা ঘরকুনো স্বভাবের। তার এই স্বভাবের জন্য কিছু মানুষ তাকে পছন্দ করেন না। এই মুহূর্তে শহীদ কাপুর ও সাইফ আলি খানের সঙ্গে ‘রেঙ্গুন’ ছবির কাজে ব্যস্ত আছেন কঙ্গনা।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩