সুদানের একদল শরণার্থী কিশোরের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করতে এক সপ্তাহেরও বেশি সময় আগে উগান্ডায় গিয়েছিলেন ডেভিড জে. স্টেইন (৫১)। কিন্তু আমেরিকার এই চলচ্চিত্র নির্মাতার আর দেশে ফেরা হলো না। সোমবার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্টেইন।খবর এবিসির।
একটি বাসে ছেলে ইতামার ও প্রামাণ্যচিত্র নির্মাণকারী দলের সদস্যদের নিয়ে কোথাও যাচ্ছিলেন স্টেইন। পথে বাসটি খাদে পড়ে যায়। স্টেইনের দলের দুই জন সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্টেইন একাই।
স্টেইনের বান্ধবী দিয়ানে সিলভারবার্গ বলেন, সবাইকে নিয়ে মঙ্গলবার উগান্ডার রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসে যাওয়ার কথা ছিল স্টেইনের। কিন্তু সেটা আর হলো না। ওই দুর্ঘটনায় স্টেইনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ ও পাসপোর্টও চুরি হয়ে গেছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা