তারকারা ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের মতোই। তাদেরও আছে অনেক বদভ্যাস। যেমন বলিউড অভিনেতা শহীদ কাপুর। তিনি নাকি বড্ড বেশি ঢেকুর তোলেন। যা খুবই বিরক্তিকর লাগে তার স্ত্রী মিরা রাজপুতের। রিয়েলিটি শো 'কফি উইথ করণ'-এ এমন তথ্য দিয়েছেন মীরা নিজেই।
মীরা যখন স্বামীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন তখন শহীদ-ই বাদ যাবেন কেন? তিনি শো উপস্থাপক করণ জোহরকে জানিয়েছেন, তার স্ত্রীর মীরার বয়ফ্রেন্ডের সংখ্যা অনেক। বিয়ের এতদিন পেরিয়ে গেলেও তিনি নাকি এখনো গুনেই শেষ করতে পারেননি!
মীরাকে বিয়ের আগে হৃষিতা ভাট, কারিনা কাপুর, অমৃতা রাও, বিদ্যা বালান, সানিয়া মির্জা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহিদ কাপুর। তিনি জানিয়েছেন, তার মতো মীরাও অনেক সম্পর্কে জড়িয়েছেন।
অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরকে নিয়ে এখনো আলোচনা চলে। তবে কারিনাকে নিয়ে মীরার নাকি কোনও সমস্যা নেই। তিনি নিজেই এমনটা জানিয়েছেন। শাহিদ-করিনা অভিনীত 'জব উই মেট'ই নাকি মীরার প্রিয় ছবি!
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা