প্রস্তুতি প্রায় শেষ। বিক্রি হয়ে গেছে প্রায় সাত হাজার টিকেট। অনুমতিও দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হলো কনসার্টটি। কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সেনসেশন সানি লিওন। এছাড়াও প্রায় সাড়ে তিন ঘণ্টার এ অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল কমেডিয়ান সুনীল পাল, ড্যান্সার নির্মল তামাং এবং পপ স্টার হিমেলের।
দুবাইয়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আগামী সপ্তাহে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনুষ্ঠানের আয়োজক অরুন ভ্যালে এন্টারটেইনমেন্ট জানিয়েছে, অনুষ্ঠানটি আয়োজন এবং প্রচারণার পূর্বে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সকল প্রকার অনুমতি নিয়েছিলেন তারা।
সম্প্রতি আয়োজকদের ডেকে বলা হয়, সানি লিওন থাকলে এই কনসার্টের অনুমতি কিছুতেই দেওয়া হবে না। অশ্লীলতা আটকাতেই নাকি সানিকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।
এরপরই আয়োজকরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেন। পাশাপাশি যারা টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরতের ঘোষণা দেন তারা।
এ বিষয়ে প্রজেক্ট ম্যানেজার ঘিরমিরে কল্যাণ বলেন, 'এটি খুবই খারাপ খবর। আমরা এ কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। আমি কাতারে সকল আইন মেনে চলি। সরকার আমাদের এ বিষয়ে অনুমতি দিয়েছিল।'
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ