চলমান এশিয়া কাপ টি-২০ আসরের চতুর্থ ম্যাচে গত ২৭ ফেব্রুয়ারি এক ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। মূলত বিরাট কোহলির ৪৯ রানের উপর ভর করেই এ জয় পেয়েছিল ভারত। ফলশ্রুতিতে ম্যান অব দ্য ম্যাচ হন কোহলি। ভারতের এ জয়ে পুরো দেশ যখন আনন্দে ভাসছিল তখন পিছিয়ে ছিলেন না তার বান্ধবী [সাবেক] অভিনেত্রী আনুশকা শর্মাও। বয়ফ্রেন্ড [সাবেক] কোহলিকে নাকি অভিনন্দন জানিয়েছিলেন আনুশকা। কথিত সম্পর্ক ভাঙার পর এই প্রথম তাদের মধ্যে কোনোরকম যোগাযোগ হলো। এরপর থেকে শোনা যাচ্ছে কোহলি ও আনুশকার সম্পর্ক নাকি ফের জোড়া লাগছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এর আগে আভাস দেয়া হয়েছে যে, অানুশকার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপনের চেষ্টা করছেন কোহলি। আনুশকার অভিনন্দনে বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
গুজব শোনা যাচ্ছিল, কোহলি বিয়ে করে সংসার শুরু করতে চাচ্ছিলেন। কিন্তু আনুশকার এতে সায় ছিল না কারণ তিনি এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগ দিতে চান। এরপর থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। তবে তা আরো খারাপ হয়ে পড়ে যখন গত ভালোবাসা দিবসেও আনুশকা কোহলিকে কোনো সময় দেননি কারণ তিনি 'সুলতান' মুভির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। দেখা যাক, শেষ পর্যন্ত কোহলি-আনুশকার সম্পর্ক জোড়া লাগে কিনা।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ