রূপালি জগতের সবচেয়ে বড় আসর 'অস্কার' দোরগোড়ায়। কয়েক ঘণ্টা পরেই জানা যাবে কে সেরা? কিন্তু শুধু সেরাটা জানলেই তো হবে না, জানতে হবে তার উল্টোটাও। ভালো খবরটা শোনার আগেই তাই ঘোষণা হয়ে গেল খারাপের। ২৭ ফেব্রুয়ারি, শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের প্যালাস থিয়েটারে বসেছিল 'গোল্ডেন রাসবেরি' অর্থাৎ 'রেজি অ্যাওয়ার্ডের' আসর।
হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার 'অস্কার' অ্যাওয়ার্ডকে ব্যঙ্গ করে বছরের বাজে সিনেমাগুলোকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে।
১৯৮০ সাল থেকে শুরু হওয়া এ অ্যাওয়ার্ডে বিজয়ীদের প্রদান করা হয় সোনালী রঙের প্রলেপ দেওয়া ট্রফি। অর্থাৎ শুধু ভালোরাই পুরষ্কৃত হবেন কেন, সেরা খারাপ হওয়ার জন্যও রয়েছে পুরস্কার (তিরস্কার)।
কিন্তু কারা হলেন এবার সবচেয়ে খারাপ অভিনেতা-অভিনেত্রী? নাম দু'টো শুনলে অনেকেই আৎকে উঠতে পারেন।
ব্রিটিশ অ্যাকাডেমি অব রাবিশ ফিলমস অ্যাণ্ড টেরিবল অ্যাক্টিং এ বছর মরডেকাই ছবির জন্য সেরা খারাপ অভিনেতা ঘোষণা করেছে জনি ডেপকে। অন্যদিকে ডিসগ্রেস-মোনাকোর জন্য সেরা খারাপ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান।
এর বাইরেও শেপ ব্লাটারের চরিত্রে অত্যন্ত খারাপ অভিনয়ের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে টম হার্ডিকে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ