বলিউডে টিকে থাকতে ব্যাকআপ লাগবে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রাইমা সেন। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তাঁর নতুন বলিউডি ছবি ‘বলিউড ডায়েরিজ’। ছবি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের মেয়ে রাইমা সেই। তখন তিনি এ বিস্ফোরক মন্তব্যটি করেন।
টলিউডের পারফরম্যান্সের বিচারে তিনি প্রথম সারিতে থাকলেও বলিউডে এখনও ততটা সফল নন নায়িকা। সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বলিউডে টিকে থাকতে গেলে ব্যাকআপ দরকার। তাও তো আমার কোন নিরাপত্তাহীনতা নেই। কারণ পরিবারের খরচ আমাকে চালাতে হয় না। তা ছাড়া টলিউডের ব্যাকআপ রয়েছে। কিন্তু এমন অনেকে আছেন যাঁরা বলিউডেই স্ট্রাগল করছেন। তবে ব্যাকআপ না থাকায় টিকে থাকতে পারছেন না।’’
‘বলিউড ডায়েরিজ’-এ এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন রাইমা। তাঁর মতে, ক্যারিয়ার শুরুর এত বছর পরে এসে এখনও তিনি স্ট্রাগল করছেন। রাইমা সেনের মতে, তার মতো একটা ভালো পরিবার থেকে উঠে এসেও যদিও বলিউডে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়, তাহলে অন্যদের কি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব