সেদ গর্ডন পরিচালিত 'বেওয়াচ' মুভির মধ্য দিয়ে হলিউডের সিনেমা জগতে পদার্পণ ঘটছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার তা অনেকটা পুরনো খবর। নতুন খবর হলো, মুভিটি আগামী বছরের ১৯ মে মুক্তি পাবে বলে এর নির্মাতা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচারস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। মুভিটির গুরুত্বপূর্ণ ফটোগ্রাফির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও সাবান্নাতে এর শুটিং হবে বলেও বিবৃতিতে জানানো হয়। খবর আইএএনএস'র
গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'র ফিল্ম সংস্করণ হচ্ছে প্রিয়াঙ্কার এই মুভিটি। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও রেসলার ডোয়াইন জনসন। মুভিটিতে একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে যে কিনা ইতোমধ্যে মার্কিন টিভি সিরিজ 'কানটিকো' দিয়ে আন্তর্জাতিক টিভি জগতে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ