'বিয়ে করলে সবাইকে জানিয়েই করবো। বলতে পারেন ঢাক ঢোল পিটিয়েই করবো। লুকিয়ে করার কোনো ইচ্ছেই নেই। বিয়ের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা ডাহা মিথ্যা।' বাংলাদেশ প্রতিদিনকে ক্ষোভের সঙ্গে এমনটাই জানালেন হালের আলোচিত অভিনেত্রী মাহী। শনিবার সকাল থেকেই বেশ কয়েকটি গণমাধ্যম ও মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠে যে, মাহী নাকি শাওন শাহরিয়ার নামে একজন বন্ধুর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। খবরটিকে উড়িয়ে দিয়ে মাহী বলেন, 'শাওন আমার ছোটবেলার বন্ধু। এক কথায় বাচ্চাকালের। তার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি।'
তিনি আরও বলেন, 'মূলত: ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকজন বন্ধু পরিকল্পনা এঁটেছি। চেষ্টা করছি নতুন বছরকে একটু ভিন্নভাবে স্বাগত জানাতে। এজন্যই আমাদের ব্যস্ততা বেড়েছে এবং বেড়েছে ফেসবুকে ফটো আপলোডের সংখ্যা। তার মানে এই নয় যে, আমরা বিয়ে করে ফেলেছি। এ ধরনের খবর প্রচারের আগে অবশ্যই ক্রস চেক করা উচিত।'
কেউ কেউ এটাও বলছেন, মাহী নাকি ময়মনসিংহে অবস্থান করছেন। এ প্রসঙ্গে মাহী বলেন, 'ওই যে বললাম পুরো খবরটাই গুজব। আমি এখন গুলশানের একটি ক্যাফেতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। সুতরাং বিয়ে যদি করতে হয় সবাইকে জানিয়েই করবো।'
উল্লেখ্য, ফেসবুকে শাওন শাহরিয়ারের বেশ কয়কটি ছবিকে কেন্দ্র করে সকাল থেকে গুঞ্জন উঠে মাহী নাকি বিয়ে করে ফেলেছেন।