মুক্তির দিনেই বাধার মুখে পড়ল বাজিরাও মাস্তানি ও শাহরুখের দিলওয়ালে। ভারতের পুনের সিটি প্রাইড হলে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া হয়েছে বাজিরাও মাস্তানির প্রদর্শন। আজ সকাল আটটাতে প্রথম শো বাতিল করে দেওয়া হয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মাস্তানি'র বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।
অন্যদিকে বিজেপি কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে রিলিজের দিনেই বন্ধ হয়ে গেল জব্বলপুরে শাহরুখ-কাজল জুটির নতুন সিনেমা দিলওয়ালে। সিনেমা হলের বাইরে সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই ঘটনায় দিলওয়ালে দেখতে গিয়ে হলের বাইরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে দর্শকদের।