বহুল আলোচিত হিট অ্যান্ড রান' মামলা থেকে সম্প্রতি অব্যাহতি পেয়েছেন বরিউড অভিনেতা সালমান খান। ফলে সালমানকে এখন অনেকটা মুক্ত বলা যায়। অার এই সুযোগে সালমানের ঘাড়ে বউ চাপিয়ে দিতে চাচ্ছেন দীপিকা পাড়ুকোন! সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত 'বাজিরাও মাস্তানি'র এক প্রচার অনুষ্ঠানে একথা বলেন তিনি। ৫০তম জন্মদিনে সালমানকে কি উপহার দিবেন এমন এক প্রশ্নেই ওই কথা বলেন দীপিকা।
২৭ ডিসেম্বর সালমানের ৫০তম জন্মদিন পালিত হবে। জন্মদিনে উপহার প্রসঙ্গে দীপিকা বলেন, '‘সালমানকে একটি বউ উপহার দিতে চাই আমি।' তবে বউ খুঁজে পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে হাসি দিয়ে কিছুই বলেননি তিনি।
উল্লেখ্য, সঞ্জয়লীলা বানসালি পরিচালিত 'বাজিরাও মাস্তানি' মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এতে দীপিকা ছাড়াও আছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে সালমান এখন তার 'সুলতান'র শুটিংয়ে ব্যস্ত।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ