চেন্নাইয়ের ভয়াবহ বন্যা দুর্গতদের পাশে শাহরুখ খানের পর এবার দাঁড়িয়েছেন আরেক অভিনতা অক্ষর কুমার। শহরটিতে উদ্ধারকাজে এক কোটি টাকা অর্থ সহায়তা করেছেন তিনি। সেখানকার বন্যা দুর্গতদের ভয়াবহ চিত্র দেখে তিনি এ সিদ্ধান্ত নেন। ভূমিকা নামে একটি ট্রাস্টকে চেন্নাইযের উদ্ধারকাজের জন্য ওই টাকার চেক তুলে দেন অক্ষয়।
ক'দিন আগে দিলওয়ালের টিম ও শাহরুখ খান চেন্নাইয়ের বন্যার্তদের সহায়তায় এক কোটি টাকা দিয়েছিলেন। রজনীকান্ত থেকে ধনুষ, দক্ষিণের বহু তারকা চেন্নাইয়ের বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন। এর সর্বশেষ সংযোজন অক্ষয়।
উল্লেখ্য, মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় চেন্নাইয়ে প্রায় চারশ'র মতো ব্যক্তির প্রাণহানি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হা্জার কোটি টাকার। সূত্র: কলকাতা
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ