চলতি বছর ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ একশ' ধনী সেলিব্রেটির তালিকায় উঠে আসলেন আলোচিত মুভি 'বাহুবলী'র নায়ক প্রভাস। তালিকায় ৭৭তম স্থানে আছেন তিনি। চলতি বছরে ২৬ কোটি আয় করে তার আগে ৭২তম স্থানে আছেন মুভিটির পরিচালক রাজামৌলি।
চলতি শুরুতেই মুক্তি পায় 'বাহুবলী'। মুক্তির পরেই গোটা দেশে এমনকি দেশের বাইরেও সাড়া জাগানো সাফল্য পায় রাজামৌলির এই মুভি। 'বাহুবলী'র নায়ক প্রভাস মুভির জন্য দু'বছর অন্য কোনো প্রোজেক্টে সই করেননি। 'বাহুবলী-পার্ট টু'তেও অভিনয় করবেন তিনি।
তেলুগু ভাষার ব্লকব্লাস্টার এই মুভিটি এখন পর্যন্ত বলিউডের বক্সঅফিস ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে যা এ যাবৎকালের রেকর্ড।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ