অভিনেত্রী জাকিয়া বারী মম'র পিস্তলের আঘাতে মাথা ফেটে গেছে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। গত শুক্রবার থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের পাতায়ায় 'স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নাটকটির প্রযোজনা সংস্থা ১৯৫২ এন্টারটেইনমেন্টের পক্ষে সাজু মুনতাসির গণমাধ্যমকে এ দুর্ঘটনার খবরটি জানিয়েছেন।
এ প্রসঙ্গে সাজু মুনতাসির বলেন, ‘নাটকের ওই দৃশ্যটি ছিল মাহফুজের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লাগে। এই দুর্ঘটনার পর পরই মাহফুজ ভাইকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।’
স্যাটারডে নাইট নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব