ব্রিটেনে ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ নির্বাচিত হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটেনে একটি জনপ্রিয় সংবাদপত্র আয়োজিত সোশ্যাল মিডিয়ায় এই বার্ষিক নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের ভোটে ৫০ জন প্রতিনিধির মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি।
নির্বাচনে জয়ের পর উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আয়োজক সংবাদপত্রকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী এক বছরের জন্য আমি নিজেকে সেক্সিয়েস্ট ভাবতে পারব, এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। এই নিয়ে গত ৪ বছরে ৩ বার 'সেক্সিয়েস্ট ওম্যান' খেতাব জিতলেন তিনি।
তালিকায় অন্যান্য বলিউড অভিনেত্রীরা যথাক্রমে- দীপিকা পাড়ুকোন(৪), ক্যাটরিনা কাইফ(৫), নিয়া শর্মা(৬), কারিনা কাপুর(৭), সোনম কাপুর(৯), শ্রদ্ধা কাপুর(১৯), বিপাশা বসু(২৫), আলিয়া ভাট(২৭), পরিনীতি চোপড়া(৩৩) প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব