প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন ক্লোজআপ ওয়ান তারকা তাসমিনা চৌধুরী অরিন ও 'মেহেরজান' খ্যাত অভিনেত্রী শায়না আমিন। দু'জনেরই কোল আলো করে এসেছে কন্যা সন্তান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অরিন। মা-মেয়ে দু'জনই সুস্থ আছেন বলে জানা গেছে। ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি দিয়ে দোয়া চেয়েছেন অরিনের স্বামী তানভীর হাসান।
২০১৩ সালের জানুয়ারির ১ তারিখ চট্টগ্রামের ছেলে তানভীর হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ ওয়ান তারকা অরিন। তারপর থেকেই স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। গানেও তাকে অনিয়মিত দেখা যায়।
অন্যদিকে লন্ডনের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শায়না আমিন। ফেসবুকে সবাইকে মা হওয়ার খবর জানিয়েছেন শায়না নিজেই। নবজাতকের নাম রাখা হয়েছে আরশিয়া।
ফেসবুকে শায়না জানিয়েছেন, আরশিয়ার জন্মের মাধ্যমে তার জীবনে পূর্ণতা এসেছে। এখন আর কিছুই চাওয়ার নেই। স্বামী মাসুদ ও আরশিয়াকে নিয়ে সুখে থাকতে সবার দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
লন্ডন প্রবাসী মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন শায়না আমিন। দেড়বছর ধরে তিনি স্বামীর সঙ্গে সেখানেই বসবাস করছেন। সম্প্রতি স্বামী-স্ত্রী দু'জনে লন্ডনে একটি রেস্টুরেন্ট খুলেছেন শায়না। অভিনয়ে তার ফেরাটা প্রায় অনিশ্চিত।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ