শুধু বলিউড নয়, হলিউডেও পা পড়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে অনেক আগেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। অার এবার হলিউডে জায়গা তৈরির চেষ্টা করছেন। তবে এতসব অর্জন একদিনে আসেনি তার। এজন্য দিতে হয়েছে প্রচুর সময় ও শ্রম। অার এই অক্লান্ত পরিশ্রমই নিজের সফলতার রহস্য বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে শুধু গ্লামার, খোলামেলা পোশাক কিংবা শরীর প্রদর্শনেই সাফল্য আসেনা বলেও মনে করেন তিনি।
আসলে পরিশ্রম ছাড়া সফলতা আসে না তার উৎকৃষ্ট উদাহরণ হতে পারেন এই অভিনেত্রী। কারণ প্রিয়াঙ্কা দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত পরিশ্রম করেন। অর্থ ও কাজের স্বীকৃতি পেতে যত পরিশ্রম করা দরকার তাই করেন তিনি।
প্রিয়াঙ্কার মতে, সাফল্য পাওয়াটা বড় কথা নয়, সাফল্য বরাবর ধরে রাখাটাই আসল সাফল্য। এই দৃষ্টিভঙ্গীতেই একের পর এক সাফল্যের মাইলস্টোন ছুঁয়েছেন।
উল্লেখ্য, মুক্তি প্রতীক্ষিত 'বাজিরাও মাস্তানি' মুভিতে রনবীর সিংয়ের স্ত্রী কাশিবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মুভিটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ