মা হলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বুধবার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আদিত্য ও রানীর মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। আদিত্য তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন।
আদিত্য চোপড়ার ছোট ভাই উদয় চোপড়া এবং বন্ধু করন জোহর টুইটারে এই খবর প্রকাশ করেছেন। উদয় টুইটারে লিখেছেন, ‘ইটস্ আ গার্ল!!! আমি আজ সুন্দর একটি মেয়ের কাকা হলাম’।
গত বছর এপ্রিলে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া। চলতি বছর শেষে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন চোপড়া দম্পতি।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব