সঞ্জয় গুপ্তর ‘জাজবা’ ছবি দিয়ে ৫ বছর পর বলিউডে ফিরেছেন ঐশ্বরিয়া রাই। ছবিটি তেমন করে সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছে অ্যাশের অভিনয়।
বর্তমানে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির কাজে ব্যস্ত আছেন ঐশ্বরিয়া। এরই ফাঁকে সবাইকে চমকে দিয়ে হাজির হয়ে গেলেন নিজের দেহরক্ষী শিবরাজের বিয়েতে।
গত ৬ ডিসেম্বর লাল রাঙা শাড়ি পরে দেহরক্ষীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন তিনি। এসময় বাড়ির বউদের মতোই ঘনিষ্ঠ হয়ে বিয়ের কনে ও অন্য অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন বচ্চন বধূ। আর তার এমন সামাজিকতা দেখে মুগ্ধ হয়েছেন সবাই।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব