অস্কার জয়ী লুপিতা নিয়োংগো বলেছেন, "শুধুমাত্র কালো চামড়ার বলেই সকলে ফিরে তাকান, আমাদের ছবি তোলেন।" হলিউডে যে বৈষম্য রয়েছে তার বিরুদ্ধে তার সোচ্চার মন্তব্য, "আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে কালো চামড়ার কোনও মূল্য নেই।"
আগামী ২৫ ডিসেম্বর স্টার ওয়র্স সিরিজের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে একশো বছর বয়সি এলিয়েনের চরিত্রে দেখা যাবে লুপিতাকে। ছবির প্রমোশনে স্টার ওয়র্স: ‘দ্য ফোর্স অ্যাওকেনস’-এ তার চরিত্রের কথা বেশি না বলে হলিউডের চিরাচরিত অস্বস্তিকর 'বৈষম্য' নিয়েই কথা বললেন তিনি। লুপিতার স্পষ্ট উচ্চারণ, "টেলিভাশন হোক বা ম্যাগাজিন— যেখানেই চোখ ঘোরাই না কেন, কৃষ্ণাঙ্গদের দেখা যায় না।" তার মতে, ওয়েস্টার্ন বিউটি-র কনসেপ্ট গড়ে উঠেছে শ্বেতাঙ্গদের ঘিরে। আর এ সব দেখে নিজেকে কেমন যেন অদৃশ্য মনে হয় তার।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা