‘আমাকে আমার মতো থাকতে দাও’ এর পালা শেষ। এবার থেকে গল্প শুরু হবে ‘দুজনের’। আর সেই লক্ষ্যেই রবিবার মনের মানুষ পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক অনুপম রায়।
গতকাল দক্ষিণ কলকাতায় অনুপম ও পিয়ার রিশেপসনে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকেরা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং টলিউডের শিল্পীরা।
প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। গত কয়েকবছর ধরে চলছে এ প্রেমপর্ব। চলতি বছরের শুরুতে অনুপম নিজেই ফেসবুকে তাদের সম্পর্কের কথা জানিয়েছিলেন। এমনকি ২০১৫ এর শেষের দিকে বিয়েরও আভাস দিয়েছিলেন তিনি। অবশেষে তা সত্যি হল।
পিয়া এখন দিল্লির নয়ডাতে আ্যানথ্রোপলজি নিয়ে পিএইচডি করছেন। অনুপম ব্যস্ত গান নিয়ে। বাংলা গানের সঙ্গে বলিউডের ছবিতেও কম্পোজ করছেন তিনি। অন্যদিকে নিজের গবেষণা নিয়ে ব্যস্ত পিয়াও। এরমধ্যেই বিয়ের কাজটা সেরে নিলেন তারা।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা্