হলিউডের সেলিব্রেটি দম্পতি কিম কার্দেশিয়ান ওয়েস্ট ও ক্যানি ওয়েস্ট'র ঘরে গত শনিবার নতুন অতিথির আগমন ঘটেছে। ওইদিন কিম তাদের প্রথম ছেলে সন্তানের জন্ম দেন। এই দম্পতির ইতোমধ্যে 'নর্থ ওয়েস্ট' নামে প্রায় আড়াউ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
২০১৩ সালের ১৫ জুন নর্থের জন্ম হয়। প্রথম সন্তান 'নর্থ'র নাম ঠিক করতেই এ দম্পতি প্রায় এক সপ্তাহ সময় নিয়েছিলেন। তাই দ্বিতীয় সন্তানের নাম কি রাখা হচ্ছে তা নিয়েও তারা একটু সময় নিবেন বলে মনে করা হচ্ছে।
তবে দ্বিতীয় সন্তান জন্মের আগেই নাম কি রাখবেন এ ব্যাপারে কিমকে বিভিন্ন প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয়েছিল।
তখন কেউ কেউ প্রথম সন্তানের সঙ্গে মিল রেখে দ্বিতীয় সন্তানের নাম 'সাউথ' রাখবেন কিনা জানতে চাওয়া হয়েছিল। তবে এমন নামের প্রতি নিজের অপছ্ন্দ-ই ব্যক্ত করেছিলেন এই সেলিব্রেটি।
এদিকে, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কিম তার বাবা প্রয়াত রবার্ট জর্জ কার্দেশিয়ানের সঙ্গে মিল রেখে ছেলের নামের মধ্যবর্তী অংশে রবার্ট রাখতে পারেন।
আবার নবজাতকের নাম 'ইস্টনর' রাখা হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে ক্যানি ওয়েস্ট এ নামেরও নাকি পক্ষে না।
অপরদিকে, এই দম্পতির ভক্তদের আন্দাজ, যেহেতু মেয়েসহ তাদের নামের শেষে 'ওয়েস্ট' রয়েছে সেহেতু ছেলের নামে শেষেও এই শব্দটি থাকতে পারে।
কেউ কেউ বলছেন, ছেলের নাম তারা 'ইস্ট'ও রাখতে পারেন।
যেহেতু 'সাউথ' নামটিতে তাদের অপছন্দ রয়েছে তাই 'ইস্ট'
নামটিই বেশি গুরুত্ব পাচ্ছে। সেক্ষেত্রে 'ইস্টনর' নামটিই হয়তো
শেষ পর্যন্ত বেছে নেয়া হতে পারে। দেখা যাক, কিম-ক্যানি
দম্পতি শেষ পর্যন্ত তাদের ছেলের নাম কী রাখেন।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ