অনেক প্রতীক্ষা, জল্পনা-কল্পনা আর জন্মের আগে সংবাদ শিরোনামে জায়গা নেওয়ার পর কিমের ঘরে এলো নতুন অতিথি। ৫ ডিসেম্বর লস এঞ্জেলসে নিজেদের বাসভবনেই মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানের কোল আলো করে আসে একটি ছেলে সন্তান। টুইট করে নিজেই ভক্তদের খবরটি জানান কিম। তিনি লেখেন, 'সে চলে এসেছে!'
বিয়ের পর কিম-ওয়েস্ট দম্পতির প্রথম সন্তান এটি। তবে ২০১৩ সালে বিয়ের আগে প্রথম সন্তান নর্থ ওয়েস্টের মা-বাবা হন কিম ও কেনি। নর্থ জন্ম নেবার পর ২০১৪ সালে ইতালির ফ্লোরেন্সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের বিয়ের দৃশ্য ধারণ করা হয় রিয়ালিটি টিভি সিরিজ 'কিপিং আপ উইথ কারদাশিয়ানস' এর জন্য।
এদিকে দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দে যারপরনাই উচ্ছ্বসিত কিমের স্বামী কেনি ওয়েস্ট। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি ছড়িয়ে দেন।
যদিও কিমের স্বামী কেনি ওয়েস্টের ইচ্ছা ছিল কিমের জন্মদিনেই কিমের কোলজুড়ে আসবে তাদের দ্বিতীয় সন্তান। আর এটা হবে কিমের জন্মদিনের উপহার। এ কারণে তারা স্বামী-স্ত্রী প্রতিদিন দুই-তিনবার করে দৈহিকভাবে মিলিত হচ্ছেন বলে মিডিয়াকে জানান কিম। কিন্তু সকাল-বিকাল ডাক্তারের দরজায় কড়া নেড়েও সময়মতো অন্তঃসত্ত্বা হতে পারেননি মার্কিন সেলিব্রেটি। অবশেষে তাদের পারিবারিক ডাক্তার এক পর্যায়ে তাদেরকে অত্যাধিক যৌন সম্পর্ক করতে নিষেধ করে দেন। জানিয়ে দেন, এতে হিতে বিপরীত হবে। ডাক্তারের পরামর্শ মানার পরই অন্তঃসত্ত্বা হন কিম। তবে ততদিনে জন্মদিনের উপহার দেওয়ার সময়টা পেরিয়ে গেছে।
এদিকে সন্তান জন্ম নেওয়ার আগের মুহূর্তটাও ৩ কোটি ৭০ লাখ টুইটার অনুসারীর সঙ্গে ভাগ করেন কিম। সন্তান জন্ম নেওয়ার ঠিক আগের মুহূর্তে নিজের উত্থিত উদরের ছবি তুলে পোস্ট করে তিনি লেখেন, ''তুমি প্রস্তুত তো।''
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ