রোহিঙ্গা শরণার্থীদের দুঃখগাঁথা গল্প নিয়ে রচিত নাটক ‘টান’। আর এই নাটকে রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে৷
রুদ্র মাহফুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন- আলিফ, নিশা প্রমুখ। প্রথমে নাটকের নাম প্রথমে রাখা হয়েছিল ‘রিফিউজি’৷ পরে এটির নাম পরিবর্তন করা হয় টান।
নাটকের গল্পে, ধনী পরিবারের ছেলে সুহাস ভালোবাসে ফেলে টিকলি (প্রভা) নামের এক রোহিঙ্গা তরুণীকে। কিন্তু রাফা নামে এক মেয়ের সঙ্গে সুহাসের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন সুহাস কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যায় কক্সবাজারে সেই রোহিঙ্গা শরণার্থী মেয়েটিকে খুঁজতে। সমস্ত সুখ-স্বচ্ছন্দ উপেক্ষা করে ‘টিকলি’ নামের ওই ওই রোহিঙ্গা মেয়েটির সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় সুহাস।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব