ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে একবার অস্বস্তিকর সাক্ষাতের মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন হলিউড সুপারস্টার জনি ডেপ। ব্রিটেনের টকশো উপস্থাপক গ্রাহাম নরটনকে একথা জানিয়েছেন ৫২ বছর বয়সী এই অভিনেতা।
জনি ডেপের ২০০৪ সালের মুভি 'ফাইন্ডিং নেভারল্যান্ড'র ইউকে প্রিমিয়ারে এ সাক্ষাৎ ঘটেছিল। তখন প্রিন্স চার্লসের সঙ্গে জনি ডেপকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তবে তখন প্রিন্স চার্লস তাকে কি বলেছিলেন এর একটি শব্দও নাকি তিনি বুঝতে পারেননি। এমনকি জনি ডেপের কথাও তিনি বুঝতে পারেননি বলে তার [জনি] মনে হয়। তবে প্রিন্স চার্লসকে তখন এককথায় চমৎকার দেখাচ্ছিল বলে জানান তিনি। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/শরীফ