দিনটা ছিল ২৪ নভেম্বর। সেলিম খানের জন্মদিন। এ উপলক্ষ্যে আরবাজ খানে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বাবা ও দুইভাই আরবাজ-সোহেলের সঙ্গে সালমান খানকে।
পরিবার সালমান খানের কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ একথা মিডিয়ায় অনেকবার বলেছেন দাবাং হিরো। তার কথায়, বাবা আমার কাছে সবকিছু। আমার পরিবার আমার সাপোর্ট পিলার। তারা না থাকলে আমি এ জায়গায় এসে পৌঁছতাম না।
সালমানের ভাই আরবাজ বললেন, বাবার ৮০ বছর বয়স হল। উনি আমাদের সকলের অনুপ্রেরণা।
আজকাল নগর জীবনে যখন যৌথ পরিবার উঠেই যাচ্ছে সেখানে সালমান খানরা তিনভাই বাবা-মা'র সঙ্গে এক বাড়িতেই থাকছেন। সত্যিই বলিউড হিরোর কাছে শিখবার আছে অনেককিছু।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৫/ রশিদা