‘পরিকল্পনা ছিল আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি দিব। কিন্তু মুক্তির তারিখ এগিয়ে আসায় নানা পরিকল্পনার অনেক কিছুই শেষ করতে পারছি না। তারপরও আটঘাট বেধে মাঠে নেমেছি।’ শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাওয়া ‘গ্যাংস্টার রিটার্নস’ নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।
আশিকুর রহমানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা অপূর্ব। এ ছবি নিয়ে দারুন প্রত্যাশা তাদের। পিয়া বলেন, ছবিটা সবার জন্য অর্থাত্ নির্দিষ্ট কোন দর্শক শ্রেণীর জন্য নয়। আপামর জনতা থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ শ্রেণীর দর্শকরা এটি উপভোগ করবে বলে আমি মনে করি। প্রায়ই শোনা যায় অমুক ছবি ওমুক ক্যাটাগরির, তমুক ছবি আরেক ক্যাটাগরির। কিন্তু এ বিষয়টা ‘গ্যাংস্টার রিটার্নস’-এ নেই এটি সবার। এদিকে অপূর্ব বলেন, ইচ্ছে ছিল আমার প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই নায়ক রাজ রাজ্জাকের দোয়া নিয়ে আসব। সে লক্ষ্যে গতকাল মঙ্গলবার তার বাসায় গিয়ে আশির্বাদ নিয়ে এসেছি। তিনিও আমাদের জন্য শুভ কামনা জানিয়েছেন।
‘গ্যাংস্টার রিটার্নস’র মাধ্যমে বড় পর্দায় অপূর্ব নাম লেখাতে চললেও পিয়ার জন্য এটি হবে তৃতীয় মুক্তিপ্রাপ্ত ছবি। রেদওয়ান রনির চোরাবালি ছবির মাধ্যমে রূপালি জগতে পদচারণা ঘটে পিয়ার। এরপর মুক্তি পায় স্টোরি অব সামারা ছবিটি। বর্তমানে শেষ প্রহর নামে আরও একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।