মা অ্যাঞ্জেলিনা জোলি ও বাবা ব্রাড পিট হলিউডের প্রথম সারির অভিনয়শিল্পী। তাই বাবা-মাকে অনুসরণ করে এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার দুই পুত্র ম্যাডক্স আর প্যাক্সের।
ছবিটির নাম ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’। ৭০’এর দশকে কাম্বোডিয়ায় গণহত্যার উপর লুং উঙের উপন্যাস নিয়ে ছবিটির পরিচালনা করছেন অ্যাঞ্জেলিনা নিজেই। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন তিনি।
দুই ছেলের কাজ নিয়ে অ্যাঞ্জেলিনা জানান, পুরো ছবিটা একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। প্যাক্স এই ছবিতে স্টিল ফোটোগ্রাফির দায়িত্বে আছে।
তবে হলিউডে একেবারে নতুন নয় ম্যাডক্স। এর আগে ‘বাই দ্য সি’ ছবিতে প্রোডাকশন অ্যাসিস্টেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল ম্যাডক্সকে। ছবিতে অ্যাঞ্জেলিনার পাশাপাশি ব্র্যাডও অভিনয় করেন।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব